সোস্যাল মিডিয়া ছয়লাপ এক সন্ন্যাসীর ছবিতে৷ তাঁর পরনে হলুদ পাঞ্জাবি। মাথায় জটা। জাঁদরেল গোঁফ, লম্বা দাড়ি। চোখেমুখে ছাইভস্ম মাখা। কপালে লাল সিঁদুরের তিলক কাটা। কাঁধে লম্বা ঝোলা।
কিন্তু কে এই সন্ন্যাসী? এক নজরে দেখলে চেনা কঠিন হলেও তিনি অন্বেষা হাজরা। 'সন্ধ্যাতারা' সিরিয়ালের সন্ধ্যা। সিরিয়ালের গল্প বেশ জটিল মোড় নিয়েছে। তাই সন্ধ্যাকে ধরতে হয়েছে সন্ন্যাসীর বেশ।
Prabhat Roy: গুরুতর অসুস্থ পরিচালক প্রভাত রায়, ভর্তি করা হল বেসরকারি হাসপাতালে
সমাজমাধ্যমে নিজের সন্ন্যাসী লুকের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশন, 'আর যাই হই, এ জীবনে কোনও দিন সন্ন্যাসী হব না।’ সে তিনি না হতেই পারেন, তবে তাঁর রূপে মজেছে নেট দুনিয়া।