পিছনে নীল সমুদ্র । পরনে গেরুয়া হটপ্যান্ট, সাদা টপ । কখনও পা দিয়ে বালি ওড়াচ্ছেন, কখনও আবার আনন্দে লাফাচ্ছেন । সমুদ্র সৈকতে ঠিক এভাবেই দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Aparajita Adhya) । নিজের আনন্দ, অভিব্যক্তি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন । আর তাতেই যত বিপত্তি । সমুদ্র সফরের সেই ভিডিও পোস্ট করতেই কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে (Aparajita Adhya trolled) ।
অপরাজিতা যে ভিডিও শেয়ার করেছেন, সেখানে তাঁকে গেরুয়া হট প্যান্ট ও সাদা টপে দেখা গিয়েছে । আর তাঁর এই পোশাক নিয়েই যত কটাক্ষ, নিন্দা ! নেটিজেনদের একাংশের প্রশ্ন এই চেহারায় এই পোশাক কী করে পরেছেন অভিনেত্রী । বেশিরভাগের মত, এই পোশাকে তাঁকে একেবারেই ভাল লাগছে না । কেউ লিখেছেন, "পাগল হয়ে গিয়েছেন? হট প্যান্ট পরার জন্য চেহারাটাও হট বানাতে হয়। " আবার কেউ লিখেছেন বিশ্রী !তবে, অনেকে অভিনেত্রীর পাশেও দাঁড়িয়েছেন ।
আরও পড়ুন, Prosenjit Chatterjee: ভবানী পাঠকের চরিত্রে বুম্বাদা...বড়পর্দায় আসছে দেবী চৌধুরানী, নাম ভূমিকায় কে?
সম্প্রতি, মাকে হারিয়েছেন অপরাজিতা । বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । মায়ের অসুস্থতার কারণেই এবারের জন্মদিন বাইরে না পালন করে বাড়িতেই পালন করেছিলেন অভিনেত্রী। জন্মদিনের পাঁচ দিনের মাথায় মাকে হারান তিনি । সকালে শুটে বেরনোর আগে মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পান অপরাজিতা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মায়ের মৃত্যু হয়।