মে মাসেই নতুন জীবন শুরু করেছিলেন অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী| কিন্তু মাস ঘুরতে ঘুরতেই সব বদলে গেল তাঁর| মেয়ের বিয়ে দেখেই পৃথিবী ছাড়লেন কৌশাম্বির মা| বৃহস্পতিবার দুঃসংবাদ শোনালেন কৌশাম্বি নিজেই | পোষ্যকে জড়িয়ে মা, এমন একটি ছবি শেয়ার করে কৌশাম্বি লিখেছেন লম্বা একটি পোস্ট|
শোকে পাথর অভিনেত্রীর ক্যাপশন পড়লেই বোঝা সম্ভব, যে তিনি শোকে পাথর| “ও মা চলে গেলে আমাদের ছেড়ে? আমি কী করব মা এবার? তোমার মতো করে আমাকে কে বুঝবে মা? কার কাছে আবদার করব কার কাছে সব গল্প করব গো? কার সঙ্গে ঝগড় করব? সবার জন্য সব করেছো।নিজের জন্য কখনও ভাবোনি। এইবার রিটায়ারমেন্টের পর তো কত প্ল্যান আছে বললে! টিউশন পড়াবে, আবৃত্তি শেখাবে, চুল রং করবে…। কাউকে একফোঁটাও সময় দিলে না মা!”
বলাই বাহুল্য অল্প দিনেই অভিনেত্রীর উপর দিয়ে ঝড় বয়ে গেল কার্যত| মে মাসের নয় তারিখে, সাতপাকে বাঁধা পড়েছিলেন কৌশাম্বি| তবে মাস ঘুরতে না ঘুরতেই বদলে গেল কৌশাম্বীর জীবন|