শুক্রবার হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। শনিবার চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন অভিনেত্রী । তাঁর শরীরে নানান রকম পরীক্ষা (Madhabi Mukherjee Health Update) করা হয়েছে । তবে আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি । শনিবার তাঁর এন্ডোস্কোপি করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের । সব পরীক্ষার রিপোর্ট দেখার পরেই হাসপাতাল থেকে তাঁর ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর ।
হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছিল অভিনেত্রীর । সুগার পরীক্ষা ছাড়াও সোডিয়াম, পটাশিয়াম পরীক্ষা হয়েছে । শরীরে সোডিয়ামের পরিমাণ সামান্য কম থাকলেও তা আপাতত উদ্বেগের পর্যায়ে নয় বলেই মতামত চিকিৎসকদের । মাধবীর কোভিড রিপোর্টও নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে খবর ।
আরও পড়ুন, Dev : ৩৯ বছরের জীবনে দেবের সঙ্গে কোনওদিন এমন ঘটেনি, কী হয়েছে অভিনেতার ?
শুক্রবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মাধবী । তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় । বার্ধক্যজনিত একাধিক সমস্যা ছিল সত্যজিতের 'চারুলতা'-র । তাছাড়া, বেশ কয়েকদিন ধরেই রক্তাল্পতায় ভুগছেন অভিনেত্রী । সুগারের সমস্যা রয়েছে । এদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা । আপাতত তিনি মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন । ২৪ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী ।