শুক্রবার সকালে আচমকা এক দুঃসংবাদ। সার্ভিকাল ক্যানসারে মৃত্যু হয়েছে অভিনেত্রী পুনম পাণ্ডের। অভিনেত্রীর নিজের ইন্সটা অ্যাকাউন্ট থেকে এই খবর পোস্ট করা হয়েছে। সেই পোস্টের সত্যতা নিয়ে যদিও প্রশ্ন উঠছে।
২০১৩ সালে ‘নশা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় পুনমের। নীল ছবির তারকা হিসেবেই বেশি পরিচিতি তাঁর। ২০১১ বিশ্বকাপে প্রথম চিয়ার লিডার হিসেবে প্রকাশ্যে আসে পুনম পান্ডের নাম.
Dental Student Arrested: তরুণীর ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে গোপন মুহূর্ত রেকর্ড! গ্রেফতার ডেন্টাল ছাত্র
তাঁর মৃত্যু খবরে তোলপাড় নেটদুনিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে পোস্ট দিয়ে লেখা, ‘‘দুঃখের সঙ্গে জানাচ্ছি জরায়ুর ক্যানসারে আমরা আমাদের প্রিয় পুনমকে হারালাম। দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব।’’
তবে অনেকেই বলছেন পুনমের মৃত্যুর খবর ভুয়ো, অভিনেত্রীর অ্যাকাউন্ট হ্যাকড হতে পারে।