শনিবার রাত থেকে চর্চায় রয়েছেন অরিন্দম শীল । যৌন হেনস্থার অভিযোগে পরিচালককে সাসপেন্ড করছে ডিরেক্টরস গিল্ড । যদিও অরিন্দমের দাবি, যা ঘটেছে অনিচ্ছাকৃত । তাঁর আরও দাবি, ডিরেক্টরস গিল্ডের তরফে কেউ তাঁর সঙ্গে কথা বলেননি । পরিচালকের সাসপেনশনের খবর প্রকাশ্যে আসার পর থেকে মনের সমস ক্ষোভ, ঘৃণা উগড়ে দিচ্ছেন টলিপাড়ার অভিনেত্রীরা । স্বস্তিকা, চৈতি ঘোষালরা বলছেন,পাপের শাস্তি পেতেই হয় । তবে, উল্টোর সুর গাইলেন শ্রীলেখা । অভিনেত্রীর কথায়, 'শুধু অরিন্দম শীল নন, সুযোগ নিয়েছেন বহু অভিনেত্রীও ।
আনন্দবাজার অনলাইনকে শ্রীলেখা জানিয়েছেন, অরিন্দমের সঙ্গে তিনি একবারই কাজ করেছেন । যদিও তাঁর সঙ্গে কোনও খারাপ অভিজ্ঞতা হয়নি । অরিন্দমের পরিচালনায় যে অভিনেত্রীরা বেশি কাজ করেছেন, তাঁরা হয়তো এই বিষয়ে ভাল বলতে পারবেন । বেশ কয়েকজন অভিনেত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগও তুলেছে । তবে, তাঁর দাবি, সবসময় পুরুষরা দোষী হন না । মেয়েরা নিজেরাও অনেক সময় আগ্রহী থাকে । ছবিতে কাজ পাওয়ার জন্য বহু অভিনেত্রী সুযোগ নিয়েছেন । উল্লেখ্য, পরিচালকের সঙ্গে ‘স্বাদে আহ্লাদে’ ছবিতে কাজ করেছেন শ্রীলেখা।
শ্রীলেখার বিস্ফোরক দাবি, তাঁকে কোনও নায়ক, পরিচালক বা প্রযোজকের সঙ্গে প্রেম করে কাজ পেতে হয়নি । শ্রীলেখার কথায়, 'আমাদের ইন্ডাস্ট্রিতে এই বিষয়টা খুব স্বাভাবিক হয়ে গিয়েছে। আলোচনা হয়, ইন্ডাস্ট্রিতে কার বাবু কে? আর এইগুলো না করলেই কোণঠাসা করা হয়।'
অরিন্দমের সাসপেনশনের খবর প্রকাশ্যে আসতেই স্বস্তিকা লেখেন, "পাপের ঘোড়া উল্টোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারবো না। ভগবান তুমি এইটুকু কথা রেখেছো। এটাই অনেক।"
শতরূপা সান্যাল লেখেন, "বাংলা সিনেমা ও থিয়েটারের নোংরা সাফাইয়ের কাজ শুরু হয়েছে। সাবাস , মেয়েরা! এখানে থেমোনা! পুরুষ ও পুরুষতন্ত্রের প্রভুত্বের দিন শেষ হোক! মার ঝাড়ু মার, ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, যত আছে নোংরা, সবই খ্যাংড়া মেরে ঘর থেকে দূর কর!!"
অরিন্দমের সাসপেনশনের খবর পেতেই রীতিমতো সেলিব্রেশন মুডে রয়েছেন শিল্পী বেনি বসু । সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা, সুদীপ্তা, ঊষসী, অপর্ণা সেনদের ট্যাগ করে ক্যাপশনে, রাজ কি আয়াগি বারাত সিনেমার গানের একটা লাইন লিখেছেন । সেইসঙ্গে জানিয়েছেন, রবিবার রাতটা তাঁরা শুধু নাচবেন । এর আগেও বেনি-কে সিনে, থিয়েটার দুনিয়ায় মেয়েদের নিরাপত্তার ইস্যু নিয়ে সরব হতে দেখা গিয়েছিল ।