হাতে মাত্র দিন দশেক, তারপরই ডি ডে। পয়লা মে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। গ্র্যান্ড আইবুড়োভাত পর্বও সারা হল। রকমারি পদে সাজানো আইবুড়ো ভাতের অনুষ্ঠানের ছবিও পোস্ট করলেন অভিনেত্রী নিজেই।
বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন, বিয়ের দিন বর কনে দু'জনেই ট্র্যাডিশনাল সাজে সাজবেন। হবু বরের পরিচয় জানেন না? তৃণমূল কংগ্রেস নেতা সৌম্য বক্সি। বিগত বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন তাঁরা। লকডাউন-এর সময় একাধিকবার বিয়ে পিছিয়েছে, এবার ধূমধাম করে বসতে চলেছে বিয়ের আসর।