বিপাকে অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং সঞ্জয় দত্ত। অবৈধ মোবাইল স্ট্রিমিং অ্যাপের প্রচারে যুক্ত থাকায় দুই অভিনেতাকে সমন পাঠাল মহারাষ্ট্র সাইবার সেল
২৯ এপ্রিলের মধ্যে তমন্নাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজিরা দিতে হবে। ‘ফায়ার প্লে’ নামে এক স্ট্রিমিং অ্যাপে অবৈধভাবে দেখানো হচ্ছিল আইপিএল। তার ফলে কয়েক কোটি টাকার ক্ষতি হয় ভায়াকমের। মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল জানাচ্ছে, মহাদেব অনলাইন গেমিং ও বেটিং অ্যাপ্লিকেশনের সঙ্গে জড়িত ওই অ্যাপ। তামান্না ভাটিয়া, সঞ্জয় দত্তেরা মহাদেব বেটিং অ্যাপের হয়েই প্রচার চালিয়েছেন।
একই অভিযোগে সঞ্জয় দত্তকে গত ২৩ এপ্রিল হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সঞ্জয় দত্ত অবশ্য হাজিরা দেননি, নিজের বিবৃতি রেকর্ড করার জন্য সময় চেয়ে নিয়েছেন।