ঝাড়খণ্ডের আদর্শ গৌরব এবার পা রাখতে চলেছেন হলিউডে । তাঁর কেরিয়ার শুরু শাহরুখ খানের ‘মাই নাম ইজ খান’ ছবিতে শিশু অভিনেতা হিসেবে। তারপর লেখাপড়া আর গানবাজনা নিয়েই সময় কাটত আদর্শের। সকলে ভেবেছিলেন, তিনি গানবাজনাতেই থাকবেন। কিন্তু, আদর্শের অভিনয়ের দক্ষতা তাঁকে এবার জায়গা করে দিতে চলেছে হলিউডে। ‘অ্যালিয়েন’ নামের একটি শোয়ে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি।
Aishwariya Rai Abhishek Bachchan: বিচ্ছেদের জল্পনার মাঝেই গ্যালারিতে একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য
বাবার বদলির চাকরির কারণে জামশেদপুর থেকে পরিবার সহ মুম্বই যান আদর্শ। ক্লাস নাইনে পড়ার সময় স্কুলের একটি অনুষ্ঠানে গান গাইতে উঠেই অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এই মুহূর্তে নেটফ্লিক্সের ‘খো গয়ে হম কাহা’ ছবিতেও দুর্দান্ত প্রশংসিত হয়েছে আদর্শের অভিনয়।