মিঠাইয়ের সেটে আলাপ, প্রেম! তারপর কাট ২, চার হাত এক হয়ে গেল আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তীর। সকাল থেকেই আজ আকাশ ভেঙে বৃষ্টি। দাবদাহের জ্বালা কাটিয়ে, ওয়েদার একেবারে ঠান্ডা। এমন সুন্দর দিনেই, গাঁটছড়া বাঁধলেন ‘মিঠাই’ ধারাবাহিকের দিদিয়া এবং উচ্ছেবাবু। লাল টুকটুকে বেনারসিতে সেজেছেন কনে, গা ভরা সোনার গয়নায়। মাথায় তাজা ফুল। বিয়েতে উপস্থিত ছিলেন টেলিপাড়ার অসংখ্য চেনা মুখ।
Pori Moni: ফের মা হলেন পরীমণি, ঘরে নিয়ে এলেন ফুটফুটে কন্যা সন্তান
সকাল থেকেই একে একে সামনে এসেছে যুগলের গায়ে হলুদ, বৃদ্ধি নানা রীতির ছবি। তিন বছরের সম্পর্ক তাঁদের। যখন প্রেম করেছেন, দেখনদারি ছিল না একেবারেই। বরং চুপিসারেই ভালবেসেছেন একে অপরকে। এবার ধুমধাম করে মিসেস রায় হলেন কৌশাম্বি। যুগলের রিসেপশন আগামী ১১ তারিখ।