শুরু থাকলে তার শেষও থাকে। বুধবার ‘মিঠাই’এর শেষ শ্যুটিং-এর দিনে এই কথাই বারংবার বলতে শোনা গিয়েছে মোদক পরিবারের সদস্যদের। সকলের চোখ ছল ছল, অবশেষে ইতি দীর্ঘ আড়াই বছরের পথ চলায়। এদিন ভারতলক্ষ্মী ষ্টুডিও খুলে দেওয়া হয়েছিল মিঠাই-য়ের ভক্তদের উদ্দেশে। তাঁদের সবচেয়ে বড় পাওনা ছিল ‘সিধাই’ জুটি। এদিন মনোমালিন্য ভুলে সৌমিতৃষাকে কাছে টেনে নিয়েছিলেন আদৃত। আর তা দেখেই চোখ জুড়িয়েছে সকলের।
Bengali Serial TRP List: TRP-তে শীর্ষ স্থান হারাল জগদ্বাত্রী, অনুরাগের ছোঁয়া! এই সপ্তাহের টপার কে?
দুজন দুজনকে জড়িয়েও ধরলেন। শোনা যেত, অফ ক্যামেরা সৌমি আদ্রিতার সম্পর্ক নাকি ভালো নয়। অবশেষে সেই গুঞ্জনেও জল ঢাললেন এই সুপারহিট জুটি। নতুন ইনিংসের জন্য কো-স্টারকে শুভেচ্ছা জানান আদৃত। বলেন, ‘অল দ্য বেস্ট টু হার…’ মিঠাইরানীও সকলের ভালবাসা পেয়ে কার্যত আপ্লুত।