প্রায় তিন বছরের সম্পর্ক, বৃহস্পতিবার তাতে জুড়বে আরও এক পালক। নিজেদের সম্পর্কের স্বীকৃতি দিচ্ছেন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। বৃহস্পতিবার সকাল থেকেই সানাইয়ের সুর রায় পরিবার ও চক্রবর্তী পরিবারে। নান্দীমুখ, বৃদ্ধি থেকে গায়ে হলুদ...একের পর এক পর্ব মিটিয়ে সন্ধেবেলায় শুভ দৃষ্টি । তাঁদের স্বপ্নের দিনে, সকাল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকাল সকাল গায়ে হলুদ মেখে রেডি উচ্ছেবাবু। তবে হবু কনের হলুদ মাখা ছবি এখনও সামনে আসেনি।
উল্লেখ্য , ডি-ডেতে লাল বেনারসি পরবেন কৌশাম্বি । একেবারে বাঙালি কনের সাজে দেখা যাবে তাঁকে । আর বরমশাইকে দেখা যাবে ধুতি আর পঞ্জাবিতে। মেনুতে থাকছে বিরিয়ানি, ফিস ফ্রাই, আরও অনেক কিছু । টলিপাড়ার সেলেবরা উপস্থিত থাকবেন বিয়েতে । রিসেপশন রয়েছে ১১ মে ।