দিদিয়া এবং উচ্ছেবাবুর প্রেম এখন টলিপাড়ার ওপেন সিক্রেট। মুখে না বললেও একে অপরকে চোখে হারান তারা৷ এতদিন প্রকাশ্যে কিছু না বললেও চুটিয়ে প্রেম করছিলেন টলিপাড়ার এই জুটি। কিন্তু এবার আর রাখঢাক রাখলেন না সকলের প্রিয় উচ্ছেবাবু। মনের মানুষটার জন্মদিন বলে কথা। তাই বিশেষ দিনে কৌশাম্বীকে কাছে টেনেই আদুরে পোস্ট করলেন উচ্ছেবাবু। গত ১৫ জুলাই পর্দার ‘দিদিয়া’র জন্মদিন ছিল। কৌশাম্বীর সঙ্গে আদুরে একটি ছবি শেয়ার করে আদৃত লিখলেন, ‘পাগলি মেয়ে শুভজন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা। সব সময় হাসিখুশি থেকো।’
এই পোস্টে আদৃতের বহু অনুরাগীর যে মন ভেঙেছে তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি পছন্দের জুটিকে একসঙ্গে দেখে যারপরনাই খুশি কেউ কেউ।
আসলে মুখে কুলুপ আঁটলেও দিদিয়ার সঙ্গে সিডের প্রেম আর চোখ এড়ায় না কারোরই। মে মাসের শুরুতেই শহরের এক রেস্তোরাঁয় ডেটে গিয়েছিলেন আদৃত-কৌশাম্বি। একসঙ্গে ছবি পোস্ট না করলেও ব্যাকগ্রাউন্ড দেখে বোঝাই যায়। অনেক দিন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে দুইয়ে দুয়ে চার করে ফেলেছেন দর্শকেরা।