জল্পনার অবসান, অবশেষে চার হাত এক হতে চলেছে অনস্ক্রিন দিদিয়া এবং উচ্ছেবাবুর। ভোট আবহে তপ্ত বাংলা, তারউপর উত্তরোত্তর বাড়ছে তাপমাত্রা। এই আবহেই এবার বিয়ের খবর দিলেন আদৃত ,কৌশাম্বি। তাঁদের বিয়ের দিন পাকা হয়ে গিয়েছে। আগামী ৯ মে চার হাত এক হবে তাঁদের।
কৌশাম্বি সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিয়ে করতে চলেছেন তাঁরা। আদৃতের সঙ্গেই নতুন জীবন শুরু করবেন তিনি। সম্পূর্ণ বাঙালি রীতিনীতি মেনেই বিয়ে করছেন তাঁরা। বর্তমানে ‘ফুলকি’ সিরিয়ালে অভিনয় করছেন কৌশাম্বি। সেই সেটে এখন তাঁকে নিয়ে চলছে ব্যস্ততা। তবে তাঁদের বিয়ের ভেন্যু, সাজগোজ সম্পর্কে এখনও কিছু খোলসা করেননি তাঁরা।
IPL 2024: খেলায় জয়-পরাজয় থাকবেই, সিদ্ধার্থ আনন্দের সঙ্গে 'বাদশা ও বাদশা'য় হেডব্যাং শাহরুখের
‘মিঠাই’ সিরিয়ালের ফ্লোরেই ‘দিদিয়া’কে মন দিয়ে ফেলেছিলেন উচ্ছেবাবু। প্রথম কদিন লুকোছাপা রইলেও, খুল্লামখুল্লাই প্রেম করতেন তাঁরা।