ঋ সেন, পুরো নাম ঋতুপর্ণা সেন। টলিপাড়ার সাহসী এবং ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে তিনি পরিচিত। বেশ কিছুদিন তাঁকে বড়পর্দায় দেখা না গেলেও চুটিয়ে ছোটপর্দায় কাজ করে চলেছেন ঋ। তবে সম্প্রতি, বাংলাদেশের একটি ছবির শ্যুটিং সেরে কলকাতা ফিরেছিলেন অভিনেত্রী। কিন্তু অভিযোগ, কাজ সম্পূর্ণ শেষ করে ফেরার পরে প্রায় দেড় মাস কেটে গেলেও বকেয়া টাকা এখনও পাননি ঋ।
Priyanka-Tathagata: বাংলা ছবিতে 'জওয়ান' খ্যাত অভিনেতা, জুটিতে প্রিয়াঙ্কা-তথাগত
দীর্ঘদিন অপেক্ষা করেছেন, প্রযোজক তথা পরিচালককে বারংবার ফোন করেও উত্তর পাননি বলে অভিযোগ অভিনেত্রীর। শেষমেশ ধৈর্যচ্যুতি ঘটে তাঁর, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তিনি। ঋ-এর দাবি প্রায় ৩ লক্ষ টাকা পান তিনি। গত দেড় মাস ধরে ক্রমাগত পরিচালককে ফোন করেও উত্তর পাননি তিনি। বৃহস্পতিবার প্রযোজকরা তাঁর সঙ্গে খুব দুর্ব্যবহার করেন বলেও জানান ঋ।