ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১৬ দিন ধরে হাওড়ার হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বুধবার সকালে পরপর দু'বার হার্ট অ্যাটাকের পর পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয় ঐন্দ্রিলার। বিকেলে অভিনেত্রীকে রাখা হয় ভেন্টিলেশন সাপোর্টে। বৃহস্পতিবার সকালেও ওভিনেত্রীর অবস্থা একইরকম , কোনও উন্নতি হয়নি বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল ঐন্দ্রিলার, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। অভিনেত্রীর জ্বর এবং নতুন সংক্রমণ নিয়েও যথেষ্ট উদ্বেগেই ছিলেন চিকিৎসকেরা।
অন্যদিকে বুধবার মাঝরাতে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় খবর রটে যায় ঐন্দ্রিলা আর নেই। তারপরই রাত দুটো নাগাদ ফেসবুক পোস্ট করেন ঐন্দ্রিলা শর্মার বন্ধু সব্যসাচী চৌধুরী। লেখেন, ‘‘আর একটু থাকতে দাও ওকে... এ সব লেখার অনেক সময় পাবে।’’
গত, ১ নভেম্বর থেকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বছর ২৪-এর অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এর আগে দুবার ক্যানসার আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী।