শুক্রবার রাতে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে খানিক আশার কথা শুনিয়েছিলেন সব্যসাচী। কিন্তু, শনিবার হাসপাতালের তরফে ফের এল খারাপ খবর । এদিন, আবার হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা । যদিও, তা রিভাইভ করা সম্ভব হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর । এই মুহূর্তে অতি সংকটজনক ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি । অভিনেত্রীর নতুন করে হার্ট অ্যাটাক চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের ।
শনিবার সকালেই হাসপাতালের তরফে বলা হয়েছিল, ঐন্দ্রিলার অবস্থা সংকটজনক। ১০০ শতাংশ ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী। তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ইনোট্রোপেস দেওয়া হয়েছে। তাঁর শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ৫, যা সাধারণ মানুষের শরীরে থাকে ১৫। তবে কোনও চেষ্টার ত্রুটি রাখছেন না ঐন্দ্রিলার পরিবার।
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালেই লড়ে চলেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছে গোটা বাংলা। শনিবার ঐন্দ্রিলাকে দেখতে হাওড়ার হাসপাতালে যান মদন মিত্র ৷ অভিনেত্রীর পরিবার এবং চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি ।
ফেসবুকে পোস্ট করে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা নিয়ে আশার কথা শুনিয়েছিলেন সব্যসাচী চৌধুরী । বলেছিলেন, "এই মুহূর্তে ঐন্দ্রিলা একপ্রকার সাপোর্ট ছাড়াই আছে, এমন কি ভেন্টিলেশন থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছে।" কিন্তু শনিবারই ফের হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা ।