বৃহস্পতিবার সরকারের তরফে আয়োজন করা হয়েছিল টেলি সম্মান অ্যাওয়ার্ড , কার্যত চাঁদের হাট বসেছিল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছেন বাংলার টেলি তারকারা। কিন্তু সম্মানিত হয়েও পুরস্কার নিতে পারেননি ঐন্দ্রিলা শর্মা। মরণোত্তর কৃতি সম্মান পান তিনি। সেই একই মঞ্চে পুরস্কার গ্রহণ করেছেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরীও। তাঁর সঙ্গেই উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা।
Jeetu - Nabanita: জিতু-নবনীতার বিচ্ছেদের কারণ বিবাহবহির্ভূত সম্পর্ক! কী পোস্ট করলেন অভিনেতা?
তবে সকলে পুরস্কার পেয়ে যখন খুশিতে ডগমগ, তখন কেঁদে উঠলেন অভিনেত্রীর মা। আনন্দবাজার অনলাইনের ফোন ধরে কান্নায় ভেঙে পড়েন শিখা দেবী। তিনি জানান, “পুরস্কার নিয়ে একটুও ভাল লাগেনি। এটা কি বয়স মরণোত্তর সম্মান পাওয়ার বয়স আমার মেয়েটার? খুব কষ্ট হচ্ছে।’’