'হয়তো তোমারই জন্য...হয়েছি প্রেমে যে বন্য...'। মান্না দের গলায় বাংলার আইকনিক প্রেমের গান ভোলা যায়? ভোলা যায় না পর্দায় সৌমিত্র-তনুজার রসায়ন। সেই 'তিন ভুবনের পারে' এবার ছোটপর্দায় আসছে ধারাবাহিক হিসেবে।
সমরেশ বসুর উপন্যাস নিয়ে ধারাবাহিক আসছে আকাশ আটে। ২০ নভেম্বর থেকে সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় দেখা যাবে ধারাবাহিকটি। বাঙালির নস্টালজিয়া উস্কে দেওয়া আইকনিক ছবি থেকে সিরিয়াল। স্বাভাবিক ভাবেই তুলনা আসবে। তবে সব মিলিয়ে দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা এই ধারাবাহিক, সেটাই দেখার।