১৪ এপ্রিল ২০২২-! রণবীর কাপুরের সঙ্গে বিয়ে, নিজেদের ফ্ল্যাটেই। ছক ভেঙে সাদা শাড়িতে কনে সাজলেন আলিয়া (Alia Bhatt)। কাট টু! ১৮ এপ্রিল, ২০২২! মানে চারদিনের ব্যবধান! আবার বিয়ের পিঁড়িতে আলিয়া। এবার পাত্র রণবীর কাপুর নয়, রনভির সিং!
করণ জোহর (Karan Johar) সম্প্রতি খোলসা করেছেন। আসল বিয়ের মাত্র ৪ দিনের মধ্যে রকি অউর রানিকি প্রেম কাহানীর (Rocky Aur Raniki Prem Kahani) বিয়ের দৃশ্যের শুট হয়েছিল। বিয়ের রেশ কাটেনি, তাতে একরকম সুবিধেই হয়েছিল অন এবং অফস্ক্রিনের কনের। শুধু মেহেন্দির রং আরও একটু গাঢ় করতে হয়েছিল।
Abar Aranyer Dinratri: ডুয়ার্সের জঙ্গলে 'অরণ্যের দিনরাত্রি', এবার গল্প শুধুই- মেয়েদের
অর্থাৎ এক সপ্তাহে দু'বার বিয়ে করেছিলেন আলিয়া। তাছাড়া ওই একই বছরে রণবীরের সঙ্গে প্রথম ছবির রিলিজ, হলিউড ছবির শুটিং, প্রথমবার মা হওয়া, একের পর এক মাইলফলক ছুঁয়েছেন বলিউডের গাঙ্গুবাই।