এক ফ্রেমে অম্বরিশ (Ambarish Bhattacharya) আর অমিতাভ (Amitabh Bacchan)। হ্যাঁ আগেও একবার সুযোগ এসেছিল। এবার ফের সুজিত সরকারের সৌজন্যে বিগ বির সঙ্গে কাজ করার সুযোগ পেলেন অম্বরিশ। দুজনের ছবি ইতিমধ্যে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। রাতপোশাকে বেশ খোশমেজাজে দেখা গেছে দুজনকে।
এর আগেও বছর দুয়েক আগে একটি বিজ্ঞাপনে অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন বাংলা টেলিভিশনের খড়কুটো খ্যাত পটকা। আবার সুযোগ এল পরিচালক সুজিত সরকারের (Soojit Sircar) হাত ধরে। একটি বিজ্ঞাপনে বাবা-ছেলের চরিত্রে দেখা যাবে তাঁদের। অম্বরিশের মেয়ের চরিত্রে আবার পুজা হেগড়ে (Pooja Hegre)।
শেষ হয়ে হইল না শেষ? রণভীর-আলিয়াকে দিয়েই শুরু কফি উইথ করণের নয়া এপিসোড
আগেরবারের কথাও একটুও ভোলেননি, অমিতাভ। অম্বরিশকে জানিয়েছেন, "স্মৃতির ওপর ভর করেই তো বেঁচে থাকা''।