'হাম', 'অন্ধাকানুন', 'গ্রেফতার' ছবিতে অভিনয় করেছিলেন দুই কিংবদন্তী অমিতাভ বচ্চন ও রজনীকান্ত। ফের আরও একবার একসঙ্গে বড়পর্দায় আসতে চলেছে এই জুটি! সূত্রের খবর অনুযায়ী, 'থালাইভার ১৭০' নামের একটি ছবিতে ফের দুই মহারথী একসঙ্গে বড়পর্দায় আসতে চলেছেন। যার শুটিং শুরু হবে সম্ভবত চলতি বছরের শেষেরদিকেই।
জানা গিয়েছে, এই ছবিটি পরিচালনা করবেন টি জে জ্ঞানাভেল। যিনি এর আগে 'জয় ভীম' পরিচালনা করেছিলেন। অমিতাভ বচ্চনের চরিত্রটি এর আগে করার কথা ছিল তামিল ছবির তারকা চিয়ান বিক্রমের।
উল্লেখ্য, নিজের পরের ছবি 'জেলার'-এর শুটিং সম্প্রতি শেষ করেছেন রজনীকান্ত। তিনি ওই ছবিতে জেলার মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও, 'লাল সালাম' ছবিতেও নায়ক হিসেবে অভিনয় করবেন রজনীকান্ত।
অন্যদিকে, অমিতাভ বচ্চনের হাতে এই মুহূর্তে রয়েছে 'প্রজেক্ট কে'। যে ছবিতে তিনি ছাড়াও অভিনয় করবেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন। এছাড়াও 'সেকশন ৮৪' নামের একটি ছবিও রয়েছে তাঁর হাতে।