ক্যালেন্ডারে লাল কালি নেই ঠিক-ই, আপামর ভারতবাসীর মনে দিনটা গেঁথে গেছে পাকাপাকি, অক্টোবরের ১১। অমিতাভ বচ্চনের জন্মদিন। একাশি পেরিয়ে বিরাশিতে পা বিগ বি-র। তিনি সাক্ষাৎ এক লিভিং লিজেন্ড। বলা যায় তিনিই ইন্ডাস্ট্রি। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কথা বলা ধৃষ্টতারই নামান্তর।
১৯৬৯-এ চলচ্চিত্র জগতে অমিতাভের পা রাখা মৃণাল সেনের ভুবন সোম ছবিতে, তবে প্রথম ছবিতে শুধু ব্যবহার করা হয়েছিল তাঁর গলা। প্রথম অভিনয় 'সাত হিন্দুস্থানি' ছবিতে। কিন্তু সারা দেশ তাঁকে প্রথম যে ছবির জন্য মনে রাখল, তা হল জঞ্জির। তারপর 'দিওয়ার', "শোলে', 'কালা পাত্থর' , 'অভিমান', 'মিলি' 'গুড্ডি', 'সিলসিলা', 'নমক হারাম', একের পর এক হিট এল তাঁর হাত ধরে। তাঁর ফিল্মি কেরিয়ার পাঁচ দশক পাড় করেছে, তবু এতটুকু ফিকে হল না অমিতাভ-ম্যাজিক।