মেগাস্টার, অ্যাকশন হিরো, শাহেনশা। সাতের দশকে হিন্দি সিনেপ্রেমীদের মনজুড়ে এখনও অনেকটাই অমিতাভ বচ্চন। বড়পর্দায় তাঁর উপস্থিতি মানেই, গায়ে কাঁটা দেয়। তৈরি হয় রোমাঞ্চ। আগামী ১১ অক্টোবর তাঁর ৮০তম জন্মদিন। সেই উপলক্ষে বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন পিভিআরের। যার নাম 'বচ্চন ব্যাক টু দ্য বিগিনিং'। দেখানো হবে, তাঁর কেরিয়ারের প্রথম দিকের বেশ কিছু ছবি।
এই বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে পিভিআর এবং ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে। সাতের দশক থেকে অমিতাভ বচ্চন যে সমস্ত ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন,, তার থেকে বাছাই করা ১১টি সিনেমা দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। পর্দায় ফের দেখা যাবে, 'ডন', 'কালা পাথর', 'কালিয়া', কভি কভি', 'অমর আকবর অ্যান্টনি', 'নমক হালাল', 'অভিমান', 'দিওয়ার', 'মিলি', 'সত্তে পে সাত্তা' এবং 'চুপকে চুপকে'।
মুম্বই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ থেকে আহমেদাবাদ, সুরাট, বরোদা, রায়পুর, কানপুর, কোলহাপুর, প্রয়াগরাজ এবং ইন্দোর মোট ১৭ টি বড় শহরের প্রেক্ষাগৃহে দেখানো হবে এই ছবিগুলি। পিঙ্কভিলা-কে, অমিতাভ বচ্চন জানিয়েছেন, কেরিয়ারের শুরুর দিকের সব ছবি আবার রূপোলি পর্দায় দেখানো হবে, তা তিনি ভাবেননি। সেই সময় পরিচালক, সহ-অভিনেতা এবং টেকনিশিয়ানদের কাজ ফের দর্শকদের কাছে ফিরবে। ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন এবং পিভিআর-এর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে অমিতাভ।