টলিপাড়ার পরিচিত মুখ। চরিত্রের খাতিরে গুরুগম্ভীর হলেও চলতি বছরে সবে মাত্র উচ্চ-মাধ্যমিক দিয়েছিলেন মিঠাই ধারাবাহিকের 'পিঙ্কি ভাবি' ওরফে অভিনেত্রী অনন্যা গুহ। কেমন হয়েছে রেজাল্ট?
শিয়ালদহের লোরেটো স্কুলের ছাত্রী অনন্যা। উচ্চ-মাধ্যমিকের ফল প্রকাশ হতেই তিনি জানিয়েছেন, ৭৫ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। তাঁর কথায়,' আমি তো দারুণ খুশি। আসলে খুব একটা তো পড়াশুনো করিনি, এই নম্বর পেয়ে আমি বেশ খুশি। আমার মা-বাবা তো আরও বেশি খুশি।'
একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে ভূগোল, বাংলা, ইংরেজি, সমাজবিদ্যা, কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন অভিনেত্রী অনন্যা গুহ। আগামী দিনে এই শহরেই মিডিয়া সায়েন্স নিয়ে পড়তে চান। একই সঙ্গে চালিয়ে যেতে চান অভিনয় জীবন।