টলিউডে শিল্প নৈপুণ্যের ভূমিকা মাত্র ১০ শতাংশ, বাকিটা ডেট নিয়ে বোঝাপড়া করা, একাধিকবার নিজের কাজের জন্য পারিশ্রমিক চাওয়া, নির্মাতাদের কাছ থেকে অ্যাপ ক্যাবের ভাড়া চাওয়া, এমনটাই মনে করছেন বাংলার প্রথম সারির পরিচালক অনীক দত্ত (Anik Dutta), জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী(Sudipta Chakraborty)। ফেসবুক পোস্টে প্রকাশ্যেই নিজেদের মনের কথা জানিয়েছেন তাঁরা।
এই সময়কার বাংলা ছবির সিনেমাটোগ্রাফারদের মধ্যে ইতিমধ্যে বেশ নজরে এসেছেন মধুরা পালিত (Madhura Palit)। তাঁর পেশা নিয়ে এমনই এক মন্তব্য তিনি করেছিলেন নিজের ফেসবুক ওয়ালে। সেই পোস্টেই অনীক দত্ত বলেন, শুধু সিনেমাটোগ্রাফিতে নয়, বাংলায় চলচ্চিত্র পরিচালনার ক্ষেত্রেও একই ছবি।
আরও এক ধাপ এগিয়ে সুদীপ্তা চক্রবর্তী বলেন, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা দিয়ে এখন শিল্পীদের বিচার করা হয়, বিশেষ কোনও শিবিরের ঘনিষ্ঠ হওয়ার কথাও উল্লেখ করেছেন সুদীপ্তা।
নাম না করে বাংলার হেভিওয়েট প্রযোজনা সংস্থার দিকেই আঙুল তুলেছেন শিল্পীরা, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।