সম্প্রতি নাট্যকর্মী অমিত সাহা ও অরূপ খাঁড়াকে মারধর করার অভিযোগ উঠেছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের স্থানীয় এক নেতা ও তাঁর লোকজনের বিরুদ্ধে। সংস্কৃতি-বিনোদন জগতের অনেকেই প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনায়। ২৮ ডিসেম্বরের প্রতিবাদ সভাও উপস্থিত থাকতে না পেরে একটি লিখিত বার্তা পাঠিয়েছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই প্রথম সরাসরি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতা।
New Year Female Fashion Trend: বর্ষবরণের রাতে হয়ে উঠুন মোহময়ী, কোন রঙে সাজবেন?
কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে অমিতাভ-শাহরুখরা বাক স্বাধীনতার পক্ষে কথা বললে হাততালি পড়ে এই বাংলায়, তারপর সেই বাংলাতেই একজন নাট্যকর্মীকে নাট্যোৎসব করতে চাইলে মার খেতে হয় কেন, প্রশ্ন তোলেন অনির্বাণ। “ভোট রাজনীতিতে কাজে আসে না, এমন শিল্পীদের মেরে ঠান্ডা করে দেওয়া হচ্ছে!” বিবৃতিতে লিখেছেন অভিনেতা।
গত ২৪ ও ২৫ ডিসেম্বর একটি নাট্যমেলার আয়োজন করেছিলেন অমিত বেলেঘাটার একটি মাঠে। কিন্তু তার আগেই কিছু রাজনৈতিক নেতা তাঁকে মারধর করে নাট্যোৎসব বন্ধ করে দেন বলে অভিযোগ ওঠে।ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে। অমিতের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন সহকর্মী তথা টলিউডের অভিনেতা এবং পরিচালকরাও।