নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিন রাখঢাক করেননি অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush Hajra-Oindrila Sen)। টলিউডের ভীষণ রকম আলোচনায় থাকা কাপল। দেখতে দেখতে তাঁদের সম্পর্ক পার করেছে ১১ টা বছর।
স্বাভাবিক ভাবেই টলিপাড়ায় অঙ্কুশকে নিয়ে তেমন গসিপ-ই নেই। আর সেটাই বোধহয় মিস করছেন অঙ্কুশ। নিজের একটা গোবেচারা ভাবের ছবি তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, গালে হাত রাখা। আর লিখেছেন, জীবনে নতুন প্রেম এলে, অথবা একই প্রেম ১১ বছর ধরে থেকে গেলে মুখের ভাব এমন হয়। অঙ্কুশের ক্ষেত্রে যে দ্বিতীয়টাই হয়েছে, সে তো সকলের জানা-ই।
'অপরাজিত' দেখে মুগ্ধ CID অফিসার, কফি দিয়ে জিতু কমলের ছবি আঁকলেন
এই কদিন আগেই ঘটা করে বান্ধবী ঐন্দ্রিলার জন্মদিন উদযাপন করলেন অভিনেতা। টলিউডের সব রথী মহারথীরাই উপস্থিত ছিলেন তাতে।
অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush Hazra-Oindrila Sen) জুটিকে ফের একসঙ্গে দেখা যাবে পর্দায়। পাভেলের (Pavel) নতুন ছবি 'পরিযায়ী'তে ঐন্দ্রিলার চরিত্র একজন ইউটিউবারের। তাঁর
প্রতিদিনের বেঁচে থাকা আমাদের নানা ভয় নিয়ে, কখনও চাকরি খোয়ানোর, কখনও বসের অপমানের, সেই সব ভয় আমাদের তাড়া করে বেড়ায়। তার চাপে কাছের মানুষদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সেই সব নিয়েই 'পরিযায়ী'-র গল্প।