১১ বছরের সম্পর্ক! তাহলে হঠাৎ হলটা কী? ঐন্দ্রিলার সঙ্গে একটি ছবি পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, 'মিস ইউ', এটুকু দেখেই ভক্তদের তো পিলে চমকেছে! সম্পর্কে ভাঙন ধরল তাহলে?
নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিন রাখঢাক করেননি অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush Hajra-Oindrila Sen)। টলিউডের ভীষণ রকম আলোচনায় থাকা কাপল। প্রায় সব জায়গাতেই জোড়ায় জোড়ায় দেখা যায় দুজনকে। তাহলে হল টা কী?
Health Tips : দৈনিক পাঁচ ঘণ্টা কিংবা তারও কম ঘুমাচ্ছেন ? জটিল রোগ বাসা বাঁধতে পারে আপনার শরীরে
আসলে বান্ধবীকে নয়, অঙ্কুশ মিস করছেন তাঁর পুরনো লুকটা, এক মুখ দাড়িতে দিন কয়েক আগে যখন ছবি পোস্ট করেছিলেন, চেনাই যাচ্ছিল না তারকাকে। বান্ধবীর চেয়েও বেশি প্রিয় হয়ে উঠেছিল সেই লুক।
টলিপাড়ার রসিক তারকাদের মধ্যে প্রথমেই আসবে অঙ্কুশের নাম। নিয়মিত নানা রসিকতাই অভিনেতা করে থাকেন তাঁর ভক্তদের সঙ্গে। এ-ও তেমনই এক রসিকতা।
অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush Hazra-Oindrila Sen) জুটিকে ফের একসঙ্গে দেখা যাবে পর্দায়। পাভেলের (Pavel) নতুন ছবি 'পরিযায়ী'তে ঐন্দ্রিলার চরিত্র একজন ইউটিউবারের। তাঁর