বুলেট বাইকের সামনে দাঁড়ানো লোকটাকে চেনাই দায়! চোখে গগলস, সিক্স প্যাকের এই বিক্রম যেন একেবারে অন্যরকম। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের নয়া লুক সাড়া ফেলে দিল টলিপাড়ায়।
তথাগত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘পারিয়াহ’-তে মুখ্য ভূমিকায় রয়েছেন তিনি। আর অভিনেতার এই নতুন অবতারে হতভম্ব তারকা বন্ধু থেকে অনুরাগী অনেকেই।
বন্ধু বিক্রমের সাফল্যে উচ্ছ্বাস আড়াল করতে পারছেন না অঙ্কুশ হাজরা ( Ankush Hazra )। অনেকদিন পর আবারও বড়পর্দায় ফিরছেন বিক্রম। ছবির ফার্স্ট লুক শেয়ার করে লিখলেন, “ ছোট কোনও গেস্ট আপিয়ারেন্স থাকলে বলিস”। বিক্রম কিন্তু এক্টুও অস্বস্তিতে পড়েননি, সোজাসাপটা উত্তর দিলেন, “তোর ক্যামিওতে যা খরচ তাতে আমাদের সিনেমা হয়ে যাবে”।
বন্ধু গৌরব চট্টোপাধ্যায় বিক্রমের সেই ছবির তলায় লিখেছেন ঠিক যখন অভিনেতা নিজে জিম থেকে একদিন ছুটি নেবেন বলে ভাবছেন তখনই এরকম ছবি নজরে এসে সব ভেস্তে দিয়েছে!