ছবির গল্প, ছবির গান, সবই বড় মন ছুঁয়েছিল দর্শকদের। দেড় দশক পর 'লাইফ ইন আ মেট্রো' (Life In a Metro)র সিকোয়েল বানাচ্ছেন অনুরাগ বসু (Anurag Basu)। এবারেও সুর দিচ্ছেন প্রীতম। ছবির নাম ' মেট্রো...ইন দিনো'।
ছবির প্রযোজনায় ভূষণ কুমার। তবে পুরনো নয়, একঝাক নতুন মুখের সারি অনুরাগের নতুন ছবিতে। আদিত্য রায় কাপুর, সারা আলি খান, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, আলি ফজল, ফতিমা সানা শেখদের নিয়েই নতুন ছবি ' মেট্রো...ইন দিনো '।
এ ছবিও, একটা শহরের নানা ধরণের মানুষের রোজকার বেঁচে থাকার নানা গল্পই বলবে। নানা রকমের মানুষ, তাঁদের সুখ দুঃখ ওঠা পড়াকে বেঁধে রাখে একটাই শহর।