শহরের খাবারই যদি চেখে না দেখা হয়, তাহলে কীসের কলকাতা চেনা ? হক কথাটাই বুঝেছেন অনুষ্কা শর্মা । চাকদাহ এক্সপ্রেসের শুটিং-এ এসে কলকাতার সব নামি দোকানের খাবারই চেখে দেখলেন অভিনেত্রী।
ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং-এ গত সপ্তাহ থেকেই কলকাতায় রয়েছেন অনুষ্কা, সঙ্গে বছর দেড়েকের একরত্তি ভামিকাও। শুটিং এর ফাঁকে ফাঁকেই কালীঘাট, বেলুর মঠ, গঙ্গার ঘাট ঘুরে ফেলেছেন অভিনেত্রী। কলকাতার দর্শনীয় স্থান তো হল, খাবার দাবার? স্বাস্থ্য সচেতন অভিনেত্রীর চিট ডে কাটল কলকাতায়। কলেজস্ট্রিটের পুঁটিরামের কচুরি আলুরদম, প্যারামাউন্টের শরবত, পার্ক সার্কাসের মিঠাই থেকে রসগোল্লা, কিচ্ছু বাদ গেল না।
গিরিশচন্দ্র দে-র মালাই রোল, ভবনীপুরের চা সিঙ্গারাও ছিল উইশ লিস্টে, সে ইচ্ছেও পূরণ হয়েছে। ভামিকাকে কোলে নিয়েও ইন্সটায় ছবি পোস্ট করলেন অনুষ্কা।
গত কয়েকদিন ধরেই কখনও ইডেন গার্ডেনে, কখনও বা আন্দুল রাজবাড়িতে চাকদাহ এক্সপ্রেসের শুটিং করতে দেখা গিয়েছে অনুষ্কাকে।