ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ চলছে পুরোদমে। রবিবার তারই শুটিং এ শহরে এলেন অনুষ্কা শর্মা, অভিনেত্রীর সঙ্গে এসেছেন মেয়ে ভামিকাও। আপাতত কয়েকদিন ইডেন গার্ডেনে শুটিং করবেন বিরাট পত্নী।
চাকদা এক্সপ্রেস ছবির কাজ মাঝে অনেকটা সময় বন্ধ ছিল। ইতিমধ্যে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ঝুলন গোস্বামী। আর নানা সময়ে ক্রিকেটের খুটিনাটি রপ্ত করতে স্বয়ং ঝুলনের থেকেও প্রশিক্ষণ নিয়েছেন অনুষ্কা।
কীভাবে বলের গ্রিপ ধরেন ঝুলন? কেমন তাঁর রান-আপ, বল করার কায়দা? ডেলিভারি কীভাবে করতে হবে? সবই শিখেছেন অনুষ্কা। বাংলার ছোট্ট এক আধা শহর থেকে ভারতীয় মহিলা ক্রিকেটের স্তম্ভ হয়ে ওঠার লড়াইটা বড়পর্দায় ফুটিয়ে তোলার গুরুদায়িত্বটা এখন অনুষ্কার কাঁধে।