মাঝে বেশ কয়েকদিন বিরাটের খেলা দেখতে গ্যালারিতে ছিলেন না, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন বেশ সাবধানী ছবি, সব মিলিয়ে অনুষ্কা শর্মার দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা ছিলই। এবার তারই অবসান। বেবি বাম্পের ছবি পোস্ট করলেন অনুষ্কা। তবে সেখানেও বেশ টুইস্ট-ই রয়েছে।
খুব স্পষ্ট করে 'গুড নিউজ' দেননি অনুষ্কা। বরং শেয়ার করেছেন প্রথম বারের গর্ভাবস্থার ছবি। ওয়ান প্লাস সংস্থার বিজ্ঞাপনের প্রচারও করেছেন একইসঙ্গে। জানিয়েছেন এবার ওয়ান প্লাসের আপডেটের সময় হয়েছে।
Gold Price: লক্ষ্মী পুজোর আগেই বাড়ল সোনার দাম, জানুন আজকের দর
ভক্তরা বুঝেছেন, আসলে পরোক্ষ ভাবে ভামিকার দিদি হতে চলার খবরটাই জানিয়েছেন বিরাটপত্নী। তিন থেকে চার হওয়া তো আসলে পরিবার আপডেট হওয়াই।