নেটফ্লিক্সে সদ্য মুক্তি পেয়েছে সাইকোলজিকাল ড্রামা 'কালা'। তাতেই ক্যামিও চরিত্রে সাদা কালো লুকে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। একই ছবিতে রয়েছেন বাংলার স্বস্তিকা মুখোপাধ্যায়ও (Swastika Mukherjee)। কালার লুকের ছবি ইন্সটায় শেয়ার করে অনুষ্কা ট্যাগ করলেন স্বস্তিকাকেও।
চারের দশকের প্রেক্ষাপটে তৈরি হয়েছে নেটফ্লিক্স সিরিজ কালা (Netflix Series Qala)। তাই তারকাদের সবার রেট্রো লুক। অনুষ্কারও তাই। সাদা-কালো লুকে দারুণ মানিয়েছে তাঁকে। ছবিতে নাইকার মায়ের চরিত্রে স্বাস্তিকা, নিজের লুক অভিনেত্রী আগেই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
Kajol in Kolkata : ছবির প্রচারে কলকাতায় কাজল, জমিয়ে খাওয়া-দাওয়ার পর 'ফুড কোমা'-য় অভিনেত্রী !
তাহলে সব মিলিয়ে একের পর এক বাংলা যোগ অণুষ্কার। সবচেয়ে বড় কানেকশন অবশ্য এখন ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করা। চাকদাহ এক্সপ্রেসের শুটিং-এও বাংলায় বেশ অনেকদিন কাটিয়ে গেছেন বিরাট পত্নী।