মফঃস্বলের মাঠ, সকাল থেকেই আন্দুলের রাজমাঠ চত্বরের আশেপাশে উপচে পড়ছে ভিড়! কী, না সেই মাঠে নাকি খেলতে আসবেন অনুষ্কা শর্মা! বলে কী! তিনি আবার কী খেলতে? তিনি তো অভিনেত্রী! যাই হোক, বৃহস্পতিবার দুপুর দুপুর, সেই রাজমাঠে খেলা তো জমল। স্কুল ইউনিফর্ম পড়া এক কিশোরীকে দেখা গেল তার দিকে ধেয়ে যাওয়া বলে চার ছক্কা হাঁকাতে।
লাল স্কার্ট, সাদা টপ...আরে, অনুষ্কাই যে! আসলে মাঠের আশেপাশে কড়া নিরাপত্তা, তাই অনেকটা দূর থেকে বিরাট ঘরণীকে চিনতে সময় লাগল বেশ। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন, 'চাকদাহ এক্সপ্রেস'-এর শুটিং চলছিল আন্দুলের মাঠে।
ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং-এ দিন তিনেক আগেই শহরে এসেছেন অনুষ্কা। নানা জায়গায় ঘুরে ঘুরে চলছে শুটিং।
চাকদা এক্সপ্রেস ছবির কাজ মাঝে অনেকটা সময় বন্ধ ছিল। ইতিমধ্যে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ঝুলন গোস্বামী। আর নানা সময়ে ক্রিকেটের খুটিনাটি রপ্ত করতে স্বয়ং ঝুলনের থেকেও প্রশিক্ষণ নিয়েছেন অনুষ্কা।