শনিবার কলকাতায় অরিজিৎ সিংয়ের কনসার্ট। মঞ্চে হঠাৎ ভেসে এল 'আরও একবার চলো ফিরে যাই'। স্ক্রিনে ফুটে উঠল রূপম ইসলামের ছবি। নিজের প্রিয় রকস্টারকে গানে গানে সম্মান জানালেন অরিজিৎ।
অরিজিতের শো দেখতে অনুষ্ঠানে দর্শকাসনে ছিলেন রূপম। সেখান থেকেই অরিজিতের সঙ্গে গলা মেলান তিনি। অরিজিতের গিটারের সুর আর রূপমের গলার মাদকতা মিলে মিশে তখন একাকার। সঙ্গীতপ্রেমীদের মনে কলকাতাকে সাক্ষী রেখে গড়ে উঠল এক ইতিহাস।
আরও পড়ুন - 'অনেক জল্পনা-কল্পনা হল', কলকাতার কনসার্টে এসে গেরুয়া নিয়ে মুখ খুললেন অরিজিৎ
ক্যামেরা তখন ঘুরছে একবার মঞ্চ থেকে দর্শকাসন, দর্শকাসন থেকে মঞ্চ। আবেগে ভেসে গিয়েছেন দর্শকরা। গান শেষে অরিজিৎ চেঁচিয়ে উঠলেন, 'মাই রকস্টার রূপম ইসলাম ইজ হিয়ার…'। রূপমও মাইক্রোফোন হাতে দর্শকাসন থেকে তাঁকে পাল্টা ধন্যবাদ জানিয়ে বললেন, থ্যাং ইউ অরিজিৎ, উই লাভ ইউ, তুমি আমাদের গর্ব…। যে দুর্লভ মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গানে গানে দুই রকস্টারের দেখা মন কেড়েছে লক্ষ অনুরাগীর।