কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বিগ বি অমিতাভ বচ্চন থেকে বলিউডের বাদশা শাহরুখ পর্যন্ত উপস্থিত ছিলেন সকলেই। ছিলেন বাঙালি তথা ভারতীয়দের দুই প্রিয় গায়ক কুমার শানু এবং অরিজিৎ সিং। সামনে মাইক আর মঞ্চে অরিজিৎ, একটা গান না গাইলেই কী হয়! মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি তাই মঞ্চে উঠলেন, গান গাইলেন এবং সকল দর্শকের মন জয় করলেন! যা গত বেশ কয়েক বছর ধরে একনাগাড়ে করে চলেছেন অরিজিৎ।
মুখ্যমন্ত্রীর আবদারে এই মঞ্চ থেকেই গান গাইলেন "বোঝেনা সে বোঝেনা"৷ পাশে দাঁড়িয়ে রাজ চক্রবর্তীর মুখে যেন খুশীর ঝলক৷ বোঝেনা সে বোঝেনা থেকে চলে গেলেন রং দে তু মোহে গেরুয়া... শাহরুখের চোখে-মুখে খুশির ঝলকানি৷ হাততালি দিয়ে অভিনন্দন জানালেন কিং খান৷
এদিন উৎসবে আসতে একটু দেরি হয়ে যায় শাহরুখ খানের। কিন্তু না আসা পর্যন্ত অনুষ্ঠানের উদ্বোধন হয়নি। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ। শাহরুখ, অমিতাভ, রানি মুখোপাধ্যায়, জয়া বচ্চন, সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে চলচ্চিত্র উৎসবের সূচনা করেন।