দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ।করোনার কবল থেকে বাদ পরেনি বলিউড টলিউডও। একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। এবার সামনে এল অরিজিৎ সিং (Arijit Singh)-য়ের করোনা সংক্রমণের কথা! করোনা পজিটিভ তাঁর স্ত্রীও। দু'জনেই আছেন হোম কোয়ারেন্টাইনে। শনিবার সন্ধেয় ফেসবুকে পোস্ট করে নিজেই সকলকে দিলেন সেই খবর।তবে তাঁদের শরীরে কোনও উপসর্গ নেই বলেই জানিয়েছেন সংগীত শিল্পী।
২০২১ সালেই করোনায় মাকে হারিয়েছেন অরিজিৎ। গত ২৪ ঘণ্টায় একাধিক তারকার করোনা সংক্রমিত হওয়ার খবর সামনে এসেছে। যার মধ্যে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋদ্ধি সেন, শ্রীলেখা মিত্র, কৌশানি মুখোপাধ্যায়ের মতো তারকারা। বলিউডেও একই হাল। করোনার গ্রাসে স্বরা ভাস্কর, বিশাল দাদলানি, প্রিয়দর্শনরা।