সবে 'মিতিন মাসির' শুটিং শেষ করেছেন পরিচালক অরিন্দম শীল। এরই মধ্যে নতুন ছবির কথা সামনে এল। এবার নয়ের দশকের সাড়া ফেলে দেওয়া চাঞ্চল্যকর মৃত্যু রহস্য নিয়েই ছবি বানাচ্ছেন পরিচালক। তবে সত্যি ঘটোনার সঙ্গে জুড়ছে বর্তমান প্রেক্ষাপট।
সুরূপা গুহ হত্যা রহস্য ভোলেনি এই শহর। স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছিল স্বামী ইন্দ্রনাথ গুহর বিরুদ্ধে। অরিন্দমের ছবিতে চরিত্রেরা সোনালি ঘোষ, ইন্দ্রাশিস ঘোষ, সোনালীর চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা চক্রবর্তী, তাঁর স্বামীর চরিত্রে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আরফিন শুভ।
ছবির নাম 'উনিশে এপ্রিল', মূলত ওটিটি র কথা ভেবেই ছবির শুটিং শুরু হচ্ছে, তবে বড়পর্দাতেও মুক্তি পেতে পারে ছবিটি