পরিবারের প্রসঙ্গে উঠতেই রীতিমতো চটলেন অরিত্র দত্ত বণিক। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো-বার্তা দিয়েছেন অরিত্র। তাঁর বাবা-মা-ঠাকুরদা-সহ পরিবারের অন্য সদস্যদের পরিচয় দেওয়ার পাশাপাশি অরিত্র জানিয়েছেন তাঁদের সামাজিক অবস্থানের কথা। নিছকই একটি ফেসবুক পোস্ট। তাকে কেন্দ্র করে শুরু হওয়া সুদীপা-অরিত্রর বচসা শেষপর্যন্ত ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে পরিণত হল।
বিগত তিন-চার দিন ধরেই সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের এক পোস্ট ঘিরে চলছে হইহই। তিনি লিখেছিলেন, “আমি শুধু জানতে চাই একজন ডেলিভারি বয়ও ফোন না করে কেন গন্তব্যে পৌঁছতে পারে না? ফোন করে কেন বলেন, ‘আমি আসছি আপনি গেটটা খুলুন।” সুদীপা আরও লেখেন, “আমি কি দারোয়ান, যে গেট খুলব?” আর এতেই রীতিমতো চটে যান নেটিজেনদের একটা বড় অংশ। নিন্দায় সরব হন অভিনেতা অরিত্র দত্ত বণিকও। ফেসবুকে সুদীপাকে নিয়ে এক লম্বা-চওড়া পোস্ট করেন তিনি।
আরও পড়ুন- Kolkata Duga Puja Rally: ইউনেসকো-কে শ্রদ্ধাজ্ঞাপন, দুর্গাপুজোর পদযাত্রা নিয়ে আবেগে ভাসছে তিলোত্তমা
তিনি লিখেছিলেন, “… জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালিকা যাকে লক্ষাধিক মানুষ ফলো করেন তার কাছ থেকে এই বক্তব্য একেবারে কাম্য ছিলোনা। তাও উনি পোস্টটা ডিলিট করেছেন তবে মাথায় রাখবেন পোস্ট সরিয়ে নিলেই মন থেকে অহংকারী মানসিকতা সরে যায় না। এ প্রসঙ্গে সুদীপা বলেন, “আমি যতদূর জানি অরিত্র যখন ছোট ছিল তখন ট্র্যাফিক পুলিশ গাড়ি আটকালে ওর বাবা-মা’ই বলতেন ভেতরে অরিত্র আছে। আর তা ছাড়া ও কে? কী করেছে জীবনে যে ওর কথা শুনতে যাব? বড়দের সম্মান দিতে জানে না। আমরা কিন্তু কখনওই আমাদের আগের প্রজন্মের সঙ্গে এভাবে কথা বলার সাহসটুকু পর্যন্ত পাইনি।” এখানেই না থেকে সুদীপা আরও বলেন, “আসলে ও তো এখন কিছু করে না, তাই আমার মনে হয় আমার নামটাকে নিয়ে যদি একটু পেজটার সক্রিয়তা বাড়াতে পারে সেই কারণেই ওসব লিখেছে ও”।