গত কয়েক ঘণ্টায় বাংলাজুড়ে তাঁকে নিয়েই আলোচনা। খবরের কাগজের শিরোনাম, টিভির ব্রেকিং নিউজ, আর সোশ্যাল মিডিয়াজুড়ে হাতে গোনা যে কটা নাম নিয়ে চর্চা, তার অন্যতম অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। রাতারাতি অর্পিতাকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে। ইডির হাতে গ্রাফতার হওয়া অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা, গয়না, আরও কত কী? পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা টলিউডে খুব পরিচিত না হলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), রঞ্জিত মল্লিকের মতো ইন্ডাস্ট্রির রথী মহারথীদের সঙ্গে কাজ করেছেন অর্পিতা, জানতেন না নিশ্চয়ই!
২০০৯ সালে মুক্তি পাওয়া ছবি 'মামা ভাগ্নে' (Mama Bhagne), পরিচালক অনুপ সেনগুপ্ত। সেই ছবিতে নায়িকা অনন্যা চট্টোপাধ্যায়ের বান্ধবীর ভূমিকায় দেখা গিয়েছিল অর্পিতাকে। সারা ছবিজুড়েই নানা সময়ে তাঁকে পর্দা ভাগ করে নিতে দেখা গিয়েছে।
যদিও মূল ধারার বাংলা ছবিতে তারপর খুব বেশি চোখে পড়েননি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা। ওড়িয়া ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন বেশি।
Sourav-Arpita : 'মানুষের কিসের এত লোভ ?' সহ-অভিনেত্রী অর্পিতা প্রসঙ্গে মন্তব্য 'রামকৃষ্ণ' সৌরভের
প্রশ্ন উঠছে, অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা ? এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে, অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায় (Arpita's Mother) জানিয়েছেন, মডেলিং করতেন মেয়ে । ওড়িশার বেশ কিছু সিনেমা অভিনয় করেছেন । প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন ।
কিন্তু, মেয়ের কাছে এত টাকা কীভাবে এল ? এই প্রশ্নের উত্তরে অর্পিতার মায়ের দাবি, কোথা থেকে মেয়ে এত টাকা পেয়েছেন, সেই বিষয়ে তিনি কিছুই জানেন না । অন্যদিকে, অর্পিতার এক বন্ধু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অর্পিতার সঙ্গে তাঁর আলাপ প্রায় ২০০২ সালে । মডেলিং করত । এরপর ২০১৫ সাল থেকে নেইল আর্টের ব্যবসা শুরু করেছিলেন অর্পিতা । নেইল আর্টের বেশ কয়েকটা দোকান ছিল তাঁর ।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার একযোগে রাজ্যের ১৩টি জায়গায় হানা দেয় ইডি । বাদ যায়নি রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িও । প্রায় ২৪ ঘণ্টা জেরার পর, শনিবার সকালে তাঁকে গ্রেফতার করেছে ইডি ।