গত কয়েকদিনে বঙ্গ রাজনীতির চর্চার কেন্দ্রে হাতে গোনা কয়েকটা নামের অন্যতম অর্পিতা মুখোপাধ্যায়। কলকাতার মডেল অভিনেত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটিরও বেশি নগদ টাকা, প্রচুর সোনার গয়না। আয়ের উৎস নিয়ে সঠিক তথ্য দিতে না পারায় অর্পিতাকে গ্রেফতার করেছে ইডি। রাতারাতি জনগণের আকাশছোঁয়া কৌতূহল তৈরি হয়েছে এই অভিনেত্রীকে নিয়ে।
কলেজের পর্ব শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই অর্পিতার বাবা প্রয়াত হন। বাবার কেন্দ্রীয় সরকারি চাকরি করার প্রস্তাব আসে মেয়ের কাছে। সেই প্রস্তাব গ্রহণ না করে মডেলিং-এই মন দেন তিনি।
২০০৪ সাল নাগাদ প্রথম মডেলিং শুরু, বাংলা প্রথম ছবি ২০১০-এ। জিত-স্বস্তিকা অভিনীত পার্টনার, প্রসেনজিৎ-রঞ্জিত মল্লিক অভিনীত 'মামা ভাগ্নে' তে সহ অভিনেত্রীর চরিত্রে দেখা যায় অর্পিতাকে। সে সব ছবির পরিচালকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনয় ভালই করতেন অর্পিতা, কোনও জড়তা ছিল না, শুরু থেকেই ছিলেন সপ্রতিভ।
মডেলিংয়ের পাশাপাশি রূপসজ্জার প্রশিক্ষণও চলছিল। ‘নেল আর্ট’ শেখেন অর্পিতা। কয়েক বছরের মধ্যে পাটুলি, লেক ভিউ রোড, বরানগরে তিনটি নেল আর্ট স্টুডিও খুলে ফেলেন।
বাংলা ছবিতে অবশ্য শেষ এক দশকে তেমন কাজ করেননি অভিনেত্রী, বরং ২০১৯-২০ তে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর মুখ হিসেবে নানা ব্যানারে দেখা গিয়েছে তাঁকে। তখন থেকেই পার্থ ঘনিষ্ঠ হিসেবে একটু একটু করে সামনে আসতে থাকেন অর্পিতা।