ছোটপর্দা থেকে বড়পর্দা অভিনেতা-অভিনেত্রীদের রোজগারের অন্যতম মাধ্যম গ্রাম-গঞ্জের মাচা শো। প্রত্যন্ত এলাকায় পর্দার অভিনেতাদের দেখতে গ্রাম উপচে পড়ে। কিন্তু এবার অভিযোগ, মাচা শো করতে গিয়েই নিগ্রহের শিকার কয়েকজন শিল্পী। শিল্পী নিগ্রহের প্রতিবাদে সরব হয়েছেন অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়, সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়রা।
Devlina Kumar: পুরোদমে অভিনয়ের পাশাপাশি ডক্টোরেট পাস! দেবলীনার নামের পাশে জুড়ল 'ডঃ'
অভিযোগ, গত ২ রা এপ্রিল পিংলার একটি গ্রামে শো করতে গিয়েছিলেন রাজু ঘোষাল এবং তাঁর টিম। অভিযোগ তিন চার ঘণ্টা তাঁরা অনুষ্ঠান করার পর, কমিটির কয়েকজন মদ্যপ অবস্থায় শিল্পীদের ‘জামা কাপড় খুলে নাচার’ কথা বলেন। এর বিরোধিতা করতেই শুরু হয় ধস্তাধস্তি। কেউ কেউ ঘটনার ভিডিয়ো রেকর্ড করছিলেন বলে, তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। পিংলার নারকীয় ঘটনায় আপাতত একজনকে ধরা সম্ভব হয়েছে।