Hrithik Roshan: ডাক্তার বলেছিলেন, 'নাচ বন্ধ!' পরে সেই নাচই হল অস্ত্র, হৃত্বিক যেন এক মিরাকলের নাম

Updated : Jan 10, 2025 10:33
|
Editorji News Desk

কোন ছাঁচে যে তিনি গড়া, তা যেন এক রহস্য। ওমন একখানা চেহারা পেয়ে বর্তে গিয়েছিল বলিউড। ধূসর কটা চোখ, পেটানো চেহারা, ফুট ছয়েক উচ্চতা, টিকালো নাক, ৬টি আঙুল- যেন কোনও মৃৎশিল্পী নিপুণ হাতে গড়েছেন তাঁকে। আর বলার অপেক্ষা রাখে না, কার কথা বলছি। সারা বিশ্ব তাঁকে ‘গ্রিক গড’ বলেই চেনে। তিনি হৃত্বিক রোশন। আর আজ ১০ জানুয়ারি, হৃত্বিকের জন্মদিন।  নয়ের দশকে বড় হওয়া প্রজন্ম এই দিনটাকে মনে করতে গুগল দেখে না। 


সাবা আজাদের সঙ্গে  প্রেম, সোচ্চারে সেই প্রেমের প্রকাশ, বিচ্ছেদের পরেও সুজেন খানের সঙ্গে সুসম্পর্ক, ব্যস্ত শিডিউলের মধ্যে সন্তানদের সঙ্গে নিয়ম করে সময় কাটানো ঘুরতে যাওয়া হোক, অথবা শত কাজের মাঝেও জিমে গিয়ে শুধু ঘাম ঝরানো নয়, গ্রিক দেবতার মতো এইট প্যাক অ্যাব ধরে রাখা, এসব তো একজনের পক্ষেই সম্ভব। জীবনের ৫০টা বসন্ত পেরিয়ে, ৫১তে পা রাখলেন তিনি। 


২৫ সালের জানুয়ারি মাসটা ভীষণ স্পেশাল হয়ে রইবে তাঁর কাছে। ২০০০ সালের ১৪ জানুয়ারি  ‘কহো না প্যায়ার হ্যায়’, প্রথম ছবিই সুপার ডুপার হিট। অর্থাৎ জীবনে হাফ সেঞ্চুরি আর কেরিয়ারে সিলভার জুবিলি। একটা সেলিব্রেশন না হলে হয়? সেই উপলক্ষেই তাঁর জন্মদিনে পুনরায় হলে চলবে ‘কহো না প্যায়ার হ্যায়’। তাঁর হুক স্টেপে পা মেলাবেন এপ্রজন্মের ভক্তরা। 


তিনি মানুষ না ইলাস্টিক তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। নাচে ওমন স্টেপ, ওমন ফ্লেক্সিবিলিটি বলিউড আগে দেখেনি। নাচ ভালবাসতেন শৈশব থেকেই। কতটা? যতটা ভালবাসতেন জীবনকে। রোল মডেল ছিলেন মাইকেল জ্যাকসন। সেই ছেলেটারই একদিন সব নাচ বন্ধ হয়ে যায়। 


হাড়ের কঠিন অসুখ স্কোলিওসিস ধরা পড়েছিল হৃত্বিকের। চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন চিরকালের জন্য নাচকে বিদায় জানাতে হবে। শুনে, মুষড়ে পড়তে পারতেন, হতাশ হয়ে মুখ ফিরিয়ে নিতে পারতেন অন্ধকারের দিকে। কিন্তু মানুষটার নাম যে হৃত্বিক। জীবনের সব প্রতিবন্ধকতার পাহাড় যেন তৈরিই হয়েছে, এই মানুষটা ডিঙ্গোবে বলে। অসম্ভব বলে কিছু হয় না, প্রমাণ করে দিলেন তো। গোটা দুনিয়া দেখল, মিরাকল ঘটে, ইচ্ছাশক্তি কখনও কখনও একটা নতুন জীবন উপহার দেয় কাউকে কাউকে। 


এই বিশেষ বছরে রিটার্ন গিফটও দেবেন তিনি। এই বছরের ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে তাঁর ‘ওয়ার ২’ , ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে  জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাটকে। এটি যশরাজ ফিল্মস প্রযোজিত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত একটি স্পাই থ্রিলার। এছাড়া, 'কৃষ ৪' সিনেমার শুটিং এই বছরেই শুরু হওয়ার কথা। এছাড়াও আলফা ছবিতে ক্যামিওতে দেখা যাবে তাঁকে। সব মিলিয়ে বয়স তাঁর কাছে সংখ্যা ছাড়া কিচ্ছুটি নয়। অভিনেতার জন্মদিনে এডিটরজির তরফে রইল একরাশ শুভেচ্ছা। 

Hrithik Roshan

Recommended For You

editorji | বিনোদন

Dev-Shiboprasad: দেবভক্তদের লাগাতার হুমকি শিবপ্রসাদকে, স্ত্রীয়ের ছবির বিকৃতি! কী বলছে টলিউড?

editorji | বিনোদন

Nussrat Jahan : বিতর্ক, সিক্রেট আর নুসরত, জন্মদিনে নায়িকা-কথা

editorji | বিনোদন

Bipasha Basu : দু'বারের ডিভোর্সি পাত্রের সঙ্গে বিয়ে, বিপাশার জীবনে এমন ৫ বিতর্ক, যা ঝড় তোলে বলিউডে

editorji | বিনোদন

Serial Mittir Bari : কৌশাম্বী অতীত ? পারিজাতের সঙ্গে রোম্যান্স আদৃতের, ফুলসজ্জার ভিডিও ভাইরাল

editorji | বিনোদন

Dev-Rukmini : নতুন বছরে বড় ঘোষণা দেবের, চমক দিলেন রুক্মিণীও, তবে কি বিয়ে ?