বলিউডের জুনিয়র বাদশাহ আরিয়ান খান (Aryaan Khan), কিন্তু বাবার পথে কোনও দিনই হাটঁতে চাননি তিনি। তবে বাবার মতো অভিনেতা হয়ে নয়, বরং ক্যামেরার পিছনেই অনেক বেশি স্বচ্ছন্দ আরিয়ান। তিনি হতে চান পরিচালক। ইতিমধ্যেই ওয়েব সিরিজ় ‘স্টারডম’-এর শুটিং শুরু করেছেন তিনি। খুব শিগগিরই বলিউডে অভিষেক হবে তাঁর। এর আগেই, দিল্লিতে ৩৭ কোটি টাকা দিয়ে জোড়া ফ্ল্যাট কিনলেন আরিয়ান। বলিউডে পা রাখতে না রাখতেই তিনি হাঁকিয়ে ফেললেন জোড়া ফ্ল্যাট। জানা গিয়েছে এই ফ্ল্যাট নাকি তিনি কিনেছেন মায়ের কথা ভেবেই।
দিল্লির অভিজাত পঞ্চশীল পার্ক এলাকায় সম্পত্তিটি কিনেছেন আরিয়ান। শোনা যায়, এই বাড়িতেই ছেলেবেলায় থাকতেন গৌরী খান। একটি আবেগ জড়িয়ে রয়েছে তাঁর সঙ্গে এই সম্পত্তির। সেকথা ভেবেই এই ফ্ল্যাট কিনেছেন আরিয়ান। উল্লেখ্য, শাহরুখ খান একই ভবনের নিচতলা এবং বেসমেন্টের মালিক।
বুটিক রিয়েল এস্টেট কনসালটেন্সি ফার্ম Wealthvisory Capital-এর প্রতিষ্ঠাতা প্রদীপ প্রজাপতি জানান, "দিল্লিতে, বলিউড তারকাদের উচ্চ-মূল্যের লেনদেন বিরল৷ এর আগে, অমিতাভ বচ্চনও দক্ষিণ দিল্লিতে তাঁর গুলমোহর পার্কের সম্পত্তি প্রায় ২৩ কোটি টাকায় বিক্রি করেছিলেন৷ "