আরিয়ান খান (Aryan Khan) খুব জলদি বলিউডে পা রাখবেন, এমন কানাঘুষো চলছিলই। তবে ক্যামেরার সামনে না, বরং লেখক-পরিচালক হিসেবেই তাঁর কাজ করার ইচ্ছে সিনেমার লাইনে। মঙ্গলবার সেই জল্পনাই সত্যি হল। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে আরিয়ান দিলেন নিজের কেরিয়ারের প্রথম ধাপের ইঙ্গিত।
শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের (Red Chillies Entertainment) হাত ধরেই আসছে আরিয়ান খানের প্রথম কাজ। মঙ্গলবার রাতে ইনস্টায় যে পোস্টটি করেছেন তাতে দেখা যাচ্ছে একটা ক্ল্যাপ বোর্ড, যার উপরে লেখা রয়েছে ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’। ছবির চিত্রনাট্যের ওপর লেখা ‘আরিয়ান খানের জন্য’। কোন প্রোজেক্ট নিয়ে কাজ, ক্যামেরার সামনে কারা, কিচ্ছু আঁচ পাওয়া যায়নি এখনও। তবে পরিচালকের চেয়ারটাও শাহরুখ পুত্রেরই।
Subhashree Ganguly: কেরিয়ারের শিখরে বৃদ্ধার চরিত্রে শুভশ্রী, হইচইতে আসছে 'ইন্দুবালা ভাতের হোটেল'
আরিয়ানের ইন্সটা পোস্টে তারকাদের একের পর এক কমেন্ট-শুভেচ্ছাবার্তা আসছেই। গৌরী লিখলেন, ‘এটা দেখার অপেক্ষা করতে পারছি না আর।’ , শাহরুখ লিখলেন, "প্রথম সব কিছু সব সময় স্পেশাল''।