'ভূতের ভবিষ্যৎ' ছবির রিকশচালক 'আত্মারাম'কে মনে আছে? অভিনেতা অভিনেতা উদয় শংকর পালের দুর্দান্ত অভিনয় মুগ্ধ করেছিল গোটা বাংলাকে। শুধু ভূতের ভবিষ্যৎই বা কেন! অসংখ্য বাংলা ছবিতে, থিয়েটারে অনবদ্য অভিনয় করেছেন তিনি। গোটা জীবনটাই দিয়ে দিয়েছেন অভিনয়কে। অভিনয়ের নেশায় বিয়ে, সংসার কিচ্ছু করেননি। সেই অভিনেতাই এখন ভুগছেন দুরারোগ্য ফুসফুসের ক্যানসারে। চিকিৎসকরা জবাব দিয়ে দিয়েছেন। জীবনের শেষ লড়াইটা একাই লড়ছেন উদয়বাবু। ইন্ডাস্ট্রির কাউকেই তেমন পাশে পাচ্ছেন না।
পরিচালক অভিজিৎ পাল সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই বিষয়ে। তিনি লিখেছেন, "আমার প্রিয় উদয়দা। আমাদের সব্বার প্রিয় আত্মারাম। একজন মারাত্মক চরিত্র অভিনেতা।এত আড্ডা, এত স্ক্রিপ্ট নিয়ে কাঁটাছেড়া। এত ভাবনা, এত পথ চলা। গত দুদিন আগে জানতে পারা মারণরোগ ক্যান্সার তোমাকে থমকে দিয়েছে। লাস্ট স্টেজ।"
অভিজিৎ জানান, দিদির সঙ্গেই থাকেন অকৃতদার উদয়বাবু। কিছুদিন আগে তাঁর দিদিরও পা ভেঙেছে। বেশ কয়েকমাস ধরেই নিয়মিত কাশছিলেন অভিনেতা। গত ডিসেম্বর থেকে কাশির সঙ্গে রক্ত বেরিয়ে আসে। প্রথমে ডাক্তার দেখাতে চাননি, জোর করেই ডাক্তার দেখানো হয়। পরীক্ষায় জানা যায় ফুসফুসের ক্যানসার। কিন্তু চিকুৎসার বিপুল খরচ বহন করার সাধ্য নেই উদয়বাবুর। তাই চিকিৎসার বিষয়ে গিল্ডের সঙ্গে যোগাযোগ করেছেন অভিজিৎ।