এক হাতে বন্দুক, এক হাতে টর্চ- শহরে আসছেন বড়পর্দার নতুন গোয়েন্দা দীপক চ্যাটার্জি৷ শুক্রবার, ১২ জানুয়ারি রিলিজ করছে বাদামী হায়েনার রহস্য৷ পরিচালনায় দেবালয় ভট্টাচার্য। ফেলুদা, ব্যোমকেশ, সোনাদার পর এবার আবীর চট্টোপাধ্যায় অভিনয় করছেন দীপক চ্যাটার্জির ভূমিকায়।
দীপকের স্রষ্টা স্বপনকুমার নিজেও আছেন এই সিনেমায়। তাঁর চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। স্বপনকুমারের গল্পে লোকে লজিক খুঁজত না, খুঁজত ম্যাজিক৷ প্রজন্মের পর প্রজন্ম বুঁদ হয়ে থাকত দীপক চ্যাটার্জির দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারে৷ এত দশক পরেও কি অটুট সেই ম্যাজিক? উত্তর দেবে বক্স অফিস।
Lesbian Marriage: যোগীরাজ্যে মালাবদল বাংলার দুই সমকামী তরুণীর
দীপক চ্যাটার্জির লড়াইটা বোধহয় শুধু বাদামী হায়েনার সঙ্গে নয়। ফেলুদা, ব্যোমকেশের মতো অভিজাত গোয়েন্দাদের সঙ্গেও বড়পর্দায় লড়তে হবে তাঁকে। একটা সময় দশকের পর দশক এই লড়াইটা লড়েছেন স্বপনকুমার৷ পাল্প ফিকশনের সেই ম্যাজিক কি দাগ কাটবে বড়পর্দায়? আদৌ ২০২৩ সালের বদলে যাওয়া কলকাতায় দীপক চ্যাটার্জিকে আপন করে নেবেন দর্শক? দেবালয়ের ছবি অনেক প্রশ্নেরই উত্তর দেবে।