ছবিতে নাকি সে দেশের পুরুষতান্ত্রিক সমাজকে খোঁটা দেওয়া হয়েছিল, সে কারনের পাকিস্তানের ১১ টি প্রদেশে নিষিদ্ধ হয়েছিল ছবি জয়ল্যান্ড, সেই নিষেধাজ্ঞা উঠে গেল শেষমেশ।
চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ সম্মান অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের মঞ্চে এ বছর মনোনীত হয়েছিল পড়শি দেশ পাকিস্তানের ছবি 'জয়ল্যান্ড'। পাক পরিচালক সইম সাদিকের এই ছবি অস্কারের মনোনয়ন পেলেও নিজের দেশের বেশ কিছু জেলায় নিষিদ্ধ ছিল। আগামী ১৮ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা পাকিস্তানে। মুক্তির দিন কয়েক আগেই, সেই দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক দেশের ১১টি রাজ্যে নিষিদ্ধ করেছিল ‘জয়ল্যান্ড’। সেই নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রক।
অ্যাকাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতায় থাকতে গেলে ৩০ নভেম্বরের আগে অন্তত সাত দিন দেশের প্রেক্ষাগৃহে জয়ল্যান্ড দেখাতেই হবে।
এই ছবি নাকি সে দেশের পুরুষতান্ত্রিকতার উপর জোরদার আঘাত হেনেছে। ছবির কেন্দ্রীয় চরিত্র, সে পাকিস্তানের এক কট্টরপন্থী পরিবাররের ছেলে। কিন্তু ছকে বাঁধা সমাজের চোখে প্রথম দৃষ্টিকটু মনে হয় তাঁর সখ, এক বিশেষ ধরণের নাচ। সেই দলেরই এক রূপান্তরকামী মহিলার প্রেমে পড়ে। মানে সে দেশের রক্ষণশীল সমাজের চোখে যার প্রতিটিই অপরাধের শামিল।